নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে— এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট দুই লাখ একষট্টি হাজার পাঁচ শত আটাত্তর জন শিক্ষার্থী। এর মধ্যে এক লাখ পঞ্চাশ হাজার তিন শত ছাব্বিশ জন পুরুষ এবং এক লাখ এগারো হাজার দুই শত বায়ান্ন জন নারী।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে। মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাউবির নিজস্ব ভিজিল্যান্স টিম।
রাজধানীর সোহরাওয়ার্দী কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে— শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন— এ বছর পরীক্ষার ধরন ও কাঠামোতে ভিন্নতা আনা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একই পদ্ধতিতে এবার পরীক্ষা নিচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন— কঠোর নজরদারির কারণে এবার পরীক্ষা হচ্ছে নকলমুক্ত এবং স্বচ্ছ পরিবেশে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার এই স্বচ্ছ ও নকলমুক্ত আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থীরা। আশা করা হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।